সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভা ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ এপ্রি ২০২৫ ০৯:০৪

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভা ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়

সচিবালয় প্রতিবেদক:-  বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সহ সভাপতি আশিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সভাপতি মো নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম সেলিম, মো মিলন মোল্লা, মো উবায়দুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত সুহেল।

বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে উপস্থিত সবাইকে পরামর্শ দেন। বিশেষ করে যার যার পেশাগত কাজে সঠিক সময়ে উপস্থিত থেকে দায়িত্বশীল হয়ে সরকারি দায়িত্ব পালন শেষে সংগঠনের সকল কার্যক্রমে সক্রিয় থাকার আহবান জানানো হয়।

এছাড়া উপস্থিত ছিলেন,সংগঠনের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মো জাহাঙ্গীর হােসেন, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া, সমাজকল্যাণ সম্পাদক মো হুমায়ুন কবির, সদস্য সোহরাব হোসেনসহ অন্যান্য সদস্য।