প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শুরু

প্রকাশিত:বুধবার, ১৫ অক্টো ২০২৫ ০৭:১০

প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শুরু

Manual3 Ad Code

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও বাস্তবায়ন বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বৈঠকটি শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য এ বৈঠক আহ্বান করা হয়েছে।

Manual6 Ad Code

এর আগে বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বিকালের বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code