স্কলার্সহোমের একাডেমিক কোওর্ডিনেটর হিসেবে যোগদানের মাধ্যমে সিলেটে ফিরলেন প্রখ্যাত শিক্ষাবিদ জেক স্যার

প্রকাশিত:রবিবার, ১২ অক্টো ২০২৫ ০৭:১০

স্কলার্সহোমের একাডেমিক কোওর্ডিনেটর হিসেবে যোগদানের মাধ্যমে সিলেটে ফিরলেন প্রখ্যাত শিক্ষাবিদ জেক স্যার

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের শিক্ষাঙ্গনে সুপরিচিত প্রখ্যাত শিক্ষাবিদ ও এমসি কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী (জেক স্যার) স্কলার্সহোমের একাডেমিক কোওর্ডিনেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

Manual3 Ad Code

অবসরের পর তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। হাফিজ মজুমদার ট্রাস্টের বিশেষ আমন্ত্রণে আবারও তিনি প্রিয় সিলেটে ফিরে আসেন, যা শিক্ষামহলে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে।

নতুন দায়িত্ব গ্রহণ করে জেক স্যার আবেগঘন কণ্ঠে বলেন, “স্কলার্সহোমে যোগ দিতে পেরে আমি সত্যিই গভীরভাবে আনন্দিত ও অনুপ্রাণিত। শিক্ষা শুধু বইয়ের বিষয় নয়, এটি চরিত্র, মনন ও মূল্যবোধ গঠনের পথ। আমি বিশ্বাস করি, শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা, অধ্যবসায় ও ভালোবাসাই একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। স্কলার্সহোমের প্রতিটি  ক্যাম্পাসকে উৎকর্ষতার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব এবং এই যাত্রায় হাফিজ মজুমদার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, ট্রাস্টি মেম্বার, সকল প্রিন্সিপাল ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

Manual3 Ad Code

নবাগত একাডেমিক কোওর্ডিনেট স্কলার্সহোম মেজরটিলা কলেজ ক্যাম্পাসে পৌছলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল মুনির আহমেদ কাদেরী, মাদানীবাগ ক্যাম্পাসের অধ্যক্ষ আকতারী বেগম, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর নাজমুল বারী জামালী, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামসউদ্দিনসহ স্কলার্সহোমের সকল ভাইস প্রিন্সিপাল ও একাডেমি ইনচার্জগণ।

প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী (জেক স্যার) সিলেটের শিক্ষা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘদিন সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন এবং পরবর্তীতে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর হাত ধরে শত শত শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে আসীন হয়েছেন।
সুশৃঙ্খল পাঠদান, সাহিত্যচর্চা ও ভাষা দক্ষতার ক্ষেত্রে তাঁর বিশেষ দখল রয়েছে। শিক্ষক হিসেবে তিনি কেবল ক্লাসরুমেই নয়, শিক্ষার্থীদের চিন্তা, মূল্যবোধ ও নেতৃত্বগুণ বিকাশেও অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর শিক্ষাদর্শ ছিল — “শিক্ষা মানে শুধু জ্ঞান দেওয়া নয়, বরং মানুষ গড়া।”
অবসরের পর তিনি ঢাকায় থেকে বিভিন্ন শিক্ষা প্রকল্প, কর্মশালা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত ছিলেন। তাঁর এই অভিজ্ঞতা এখন স্কলার্সহোমের একাডেমিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে শিক্ষাবিদরা মনে করছেন।
শিক্ষামহলে অনেকে মত প্রকাশ করেছেন, জেক স্যারের আগমন স্কলার্সহোমের একাডেমিক পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণের মাধ্যমে স্কলার্সহোম আরও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code