খেজুর গাছের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন : মাওলানা খলিলুর রহমান
প্রকাশিত:মঙ্গলবার, ১৪ অক্টো ২০২৫ ০৫:১০
Manual2 Ad Code
সুরমাভিউ:- বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) স্মৃতি বিজড়িত সিলেট অঞ্চলে “খেজুর গাছের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন” এমন আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান।
তিনি বলেন,সিলেট এমন একটি ভূমি,যেখানে আলেম-উলামা ও পীর-মাশায়েখদের পদচারণায় ধন্য এই শহর ও সদর এলাকায় খেজুর গাছের প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে খেজুর গাছের প্রার্থীকে বিজয়ী করে ইসলামী রাজনীতির ভিত্তি আরও মজবুত করতে হবে।
গতকাল ১৩ অক্টোবর ২০২৫ ইং (সোমবার) রাত ৮টায় সিলেট শহরের হিলভিউ টাওয়ারের হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মাওলানা বেলাল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক, সিলেট-১ (সদর ও মহানগর) আসনের প্রার্থী মাওলানা আবদুল মালিক চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন,মাওলানা মুজিবুর রহমান কাসেমী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান,হাফিজ মাওলানা আহমদ কবির আমকুনী, মাওলানা মোক্তার আহমদ, মাওলানা মুসাদ্দেক আহমদ, সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা আতাউর রহমান, সিলেট জেলা উত্তর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, খাদিমপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা এহিয়া খান, মহানগর শাখার প্রচার ও অফিস সম্পাদক মাওলানা শামীম আহমদ, অর্থ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সদস্য মাওলানা হুসাইন আহমদ চৌধুরী, মাওলানা ফয়জুল বারী, মাওলানা আব্দুল গফুর প্রধান, মাওলানা ইসমাত উল্লাহ সিদ্দিকী, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
এছাড়া যুব জমিয়ত সিলেট মহানগর সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা খলিলুল্লাহ মাহবুব, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সভাপতি মাওলানা জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, অর্থ সম্পাদক মির আইনুল হকসহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ সিলেট শহর ও সদর উপজেলাজুড়ে খেজুর গাছের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।বিজ্ঞপ্তি।