ধানের শীষকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : কয়েস লোদী

প্রকাশিত:রবিবার, ১২ অক্টো ২০২৫ ১০:১০

ধানের শীষকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : কয়েস লোদী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি ও ধানের শীষকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে বিএনপি ও ধানের শীষ প্রতিকের জন্য কাজ করতে হবে। ৭ নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষ যেমনভাবে আস্থা রেখেছিল, ৫ আগস্ট পরবর্তী সময়েও মানুষ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিয়ে ধানের শীষ বিজয়ী করবে।

তিনি রবিবার (১২ অক্টোবর) মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ৬টি থানা নেতৃবৃন্দের কাছে ধানের শীষের প্রচার স্টিকার বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ওসমান হারুন পনিরের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। মানুষের মুখে আজ একটিই কথা, গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে হবে।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য তসির আলী, মিসবাহ আহমদ জেহিন, দেওয়ান রেজা মজিদ, সাকের আহমদ, কোতোয়ালি থানার আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল আহমদ, জালালাবাদ থানার আহবায়ক শফিকুর রহমান শফিক, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা, দক্ষিণ সুরমা থানার আহ্বায়ক হোসেন আহমদ রুহুল, বিমানবন্দর থানার আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, মোগলবাজার থানার আহবায়ক হোসেন আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন আহমদ, শাহপরান থানা সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম আজাদ, যুগ্ন আহবায়ক মাসুম আহমদ চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে মহানগরের ৬টি থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণকে নিজ নিজ থানার অধীনস্থ এলাকার প্রচার স্টিকার গ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code