কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর

প্রকাশিত:সোমবার, ১৩ অক্টো ২০২৫ ০৬:১০

কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর

Manual6 Ad Code

কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সোমবার জানা যায়।

Manual3 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “Sub-rule (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার The Civil Aviation Rules, 1984 এর Rule 16 অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করিল।”

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

সরকারি এই সিদ্ধান্তের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজার এখন থেকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেল। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা), শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম) ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (সিলেট) আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে আসছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার বিমানবন্দরে ইতিমধ্যে রানওয়ে সম্প্রসারণ, আধুনিক টার্মিনাল ভবন ও ন্যাভিগেশন সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আর কোনো প্রযুক্তিগত প্রতিবন্ধকতা থাকবে না।

Manual5 Ad Code

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকেন্দ্রিক পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code