৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৪ অক্টো ২০২৫ ০৫:১০
সুরমাভিউ:- সিলেটের জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট থেকে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে ১২ বছর বয়সী জিসান আহমদ নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটি অনন্তপুর গ্রামের সামি হোসেনের ভাগনা এবং শেখ জাবেদ আহমদের ছোট ভাই।
জিসান ওই দিন সকালে তেমুখী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে যায়। তার পরিবার ও স্থানীয়রা তাকে দ্রুত খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।
নিখোঁজ শিশুর বড় ভাই শেখ জাবেদ আহমদ বলেন, “অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও এখনো জিসানের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা সবাই তার নিরাপদে ফিরে আসার প্রত্যাশা করছি। যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দয়া করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।”
নিখোঁজ জিসান সম্পর্কে তথ্য পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:
মোবাইল: ০১৬০১৮৬৩৪৮১, ০১৭৫০০৫১৫৭৮ (WhatsApp নম্বর একই)।
স্থানীয় পুলিশ ও প্রশাসন শিশুটির সন্ধানে তৎপর রয়েছে এবং সবার সহায়তা কামনা করেছেন যেন দ্রুত তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনা যায়।
Helpline - +88 01719305766