ধর্মীয় প্রচার ও প্রসারে বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত:সোমবার, ১৩ অক্টো ২০২৫ ০৯:১০

ধর্মীয় প্রচার ও প্রসারে বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে : মিফতাহ্ সিদ্দিকী

Manual5 Ad Code

সুরমাভিউ:-  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের মূল শিক্ষা হচ্ছে ন্যায়, ভালোবাসা, সহমর্মিতা ও মানবসেবা। ইসলামের প্রকৃত চেতনা বাস্তবায়নে প্রয়োজন আল্লাহভীতি, সততা ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব। বিএনপি সেই আদর্শ ও চেতনার ভিত্তিতেই দেশ পরিচালনায় বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করে ইসলামের মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর সময়েই ইসলামিক ফাউন্ডেশনকে শক্তিশালী করা হয়, মসজিদভিত্তিক শিক্ষা কর্মসূচি চালু হয় এবং হজযাত্রীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা বৃদ্ধি করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর আমলে ইসলামী শিক্ষা বিস্তারে অসংখ্য মাদরাসা ও কওমি শিক্ষার প্রতিষ্ঠানকে সহায়তা দিয়েছেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

Manual4 Ad Code

মঙ্গলবার জামিয়া ইসলামিয়া বাংলাবাজার মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা র ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, ইসলামের প্রচার ও প্রসারের মধ্য দিয়েই সমাজে ন্যায়, শান্তি ও মানবকল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। আমরা চাই-বাংলাদেশ একটি নৈতিক, আলোকিত ও বিশ্বাসভিত্তিক রাষ্ট্র হিসেবে বিশ্বে উদাহরণ সৃষ্টি করুক। তিনি ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান জানিয়ে বলেন- আমরা সবাই যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, ইসলামের সৌন্দর্য ও মানবতার বাণী ছড়িয়ে দিই-এটাই আমাদের দায়িত্ব।

Manual6 Ad Code

মাদ্রাসা পরিচালক কমিটি সভাপতি মোঃ এখলাছুর রহমান সভাপতিত্বে মাদ্রাসা পরিচালক কমিটির সাবেক সভাপতি মাষ্টার মোঃ মঈনউদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসা র মুহতামিম মৌলানা জাহিদুর রহমান চৌধুরী, ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান মো মিনহাজ উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মো আব্দুল মতিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী প্রমূখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ