মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
প্রকাশিত:রবিবার, ১২ অক্টো ২০২৫ ১০:১০
Manual2 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা দেয়া হবে।
রোববার (১২ অক্টোবর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এ টিকার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এসময় সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.প্রণয় কান্তি দাস, ডাক্তার বর্ণালী পাল,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন,পরিবার পরিকল্পনা বিভাগ,জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সিভিল সার্জন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় টিকা কার্যক্রম পরিদর্শন করেন।