সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন

প্রকাশিত:বুধবার, ১৫ অক্টো ২০২৫ ০২:১০

সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উপলক্ষে ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সিলেট জেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আজ (১৫ অক্টোবর) বুধবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে মিলিত হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পদ্মাসন সিংহ বলেন, সেবা পাওয়া বা দেয়া কোনে করুণা নয়, এটা প্রতিবন্ধীদের অধিকার। আজ প্রতিবন্ধীরা শিক্ষার দিকে এগিয়ে গেছে। সময়ের সাথে সাদাছড়ির আধুনিকায়ন হচ্ছে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীরা প্রখর মেধা ও স্মৃতি শক্তির অধিকারী। আধুনিক যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং প্রতিবন্ধী ছিলেন।তিনি ‘এ ব্রীফ হিস্ট্রি অফ টাইম’ সহ বিজ্ঞানবিষয়ক কালজয়ী অনেক গ্রন্থ রচনা করেছেন।তাঁর অনেক গবেষণা রয়েছে। অথচ তিনি শুধুমাত্র একটি আঙুল নড়াচড়া করে কাজ করতেন।তাঁকে তো কিছুই আটকাতে পারেনি।তিনি বলেন, বিশ্বের বড় ধনাঢ্য ব্যক্তি ও প্রযুক্তিবিদ ইলন মাস্ক প্রতিবন্ধীদের জন্য মাথায় ব্যবহারের ক্যাপ আবিষ্কার করেছেন।যা দিয়ে মস্তিষ্কের সাহায্যে সব কাজ করা যায়। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে সকলকে কাজ করার আহবান জানান।

Manual6 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ এর সহকারী কমিশনার মফিদুর রহমান। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মাহবুবুর রহমান রনি, রহমানিয়া ফাউন্ডেশনের আতাউর রহমান সামসু, সাংবাদিক এম আহমদ আলী, গ্রীন ডিসেবল ফাউন্ডেশনের পরিচালক বায়েজিদ খান প্রমুখ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code