শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশিত:বুধবার, ১৫ অক্টো ২০২৫ ০৭:১০

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  শ্রীমঙ্গল উপজেলার মহিষমারা ব্রিজ ও নোয়াবাড়ি তিতপুর এলাকার মাঝামাঝি স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, রাতে বা ভোরের দিকে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছেন তিনি।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ