শাবি’র চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন

প্রকাশিত:বুধবার, ১৫ অক্টো ২০২৫ ০৭:১০

শাবি’র চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, দ্রুত শাকসু বাস্তবায়ন, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, খেলাধুলার সুযোগ সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নে দূর্নীতি প্রতিরোধসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বেশ কিছু বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

বুধবার ১৫ অক্টোবর বিকেলে ইউনিভার্সিটি সেন্টার কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় সেক্রেটারি বলেন, শাকসু শিক্ষার্থীদের গনতান্ত্রিক অধিকার চর্চার বৈধ প্লাটফর্ম। দ্রুত সময়ের মাঝে শাকসু পুনর্গঠন করতে হবে। আবাসিক হল প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। তার আগ পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে। হলে পুরনো দিনের মতো দখলদারিত্বের কালচার ফিরিয়ে আনা যাবে না।

Manual7 Ad Code

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোনভাবেই দূর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। ইউনিভার্সিটি সেন্টারের মতো ভবন যেন আর বিশ্ববিদ্যালয়ে না হয়। পাশাপাশি তিনি সেন্ট্রাল ফিল্ড সংস্কার করে সারাবছর খেলার উপযোগী করা এবং জিমন্যাসিয়ামের সময়সীমা শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী ঠিক করার দাবী জানান।

Manual7 Ad Code

বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ রক্ষায় তিনি প্রসাশনকে স্বচ্ছতার সাথে কাজ করার আহবান জানান। বিগত স্বৈরাচার আমলের কেউ যেন অপরাধ করে পার না পায় এবং নিরপরাধ কেউ শাস্তি না পায় সেদিকে সজাগ দৃষ্টি দেওয়ার আহবান জানান।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ