৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৩ অক্টো ২০২৫ ০৭:১০
শেখ মো শাহীন উদ্দীন:- রাজধানীতে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা ও শিক্ষক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশের মতো হবিগঞ্জের মাধবপুরেও চলছে কর্মবিরতি।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এতে অনেক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাধবপুরেও আমরা কর্মবিরতি পালন করছি। আমরা ঢাকার কর্মসূচিতে অংশ নেবো। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”
সমিতির সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বলেন, “মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদেই আমরা কর্মবিরতি পালন করছি।”
শিক্ষক নেতারা বলেন, ন্যায্য দাবি আদায়ের পরিবর্তে সরকার দমননীতি অবলম্বন করছে, যা শিক্ষকদের মর্যাদার পরিপন্থী। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারকৃত শিক্ষক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
“ স্থানীয় শিক্ষক সমাজ জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।“
Helpline - +88 01719305766