সিলেটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ১৩ অক্টো ২০২৫ ০৭:১০

সিলেটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

সুরমাভিউ:-  “Mental health is a humanitarian emmergencies” মানসিক স্বাস্থ্য একটি মানবিক জরুরী অবস্থা -এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষ্যে সিলেটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়,সিলেটের উদ্যোগে সোমবার সকালে সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরবর্তীতে নগরীর এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: জিয়াউর রহমান চৌধুরি।

Manual5 Ad Code

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ( সিএস) ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো: আনিসুর রহমান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনীর, সাইকিয়াট্রি বিভাগ এর বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরি, বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয় সহকারী পরিচালক ডা. নুর এ আলম শামীম, সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কোঅর্ডিনেটর ডা. খালিদ বিন লুৎফুর, ডা. কবীর চৌধুরী, ডা. নাহিদ রহমান, ডা. এহসানুল হক, ডা. আনিকা তাবাসসুম সহ সিলেট এর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক বৃন্দ, সিলেট সিভিল সার্জন কার্যালয় ও সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গণ ও বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে সিলেট এর বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং সিলেট এর বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানের প্রথম প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন ডা: মাইমুন নাহার নাসরিন, মেডিকেল অফিসার, সিলেট কুষ্ঠ হাসপাতাল। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স এর ইনোভেশন ” এসো গল্প করি” নিয়ে দ্বিতীয় প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আবু সালমান মোহাম্মদ সাইফুল ইসলাম। সিলেট জেলার মানুষদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি এবং প্রিভেনশন নিয়ে তৃতীয় প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন WHO মেন্টাল হেলথ কন্সাল্টেন্ট ডা. আব্দুল কাদের। এর পর এক উন্মুক্ত আলোচনা অনুশষ্ঠিত হয় যেখানে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় উঠে আসে। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হতে ও চিকিৎসক বৃন্দের পরামর্শ নিতে আহবান জানানো হয়৷

এ সংক্রান্ত আরও সংবাদ