১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

প্রকাশিত:মঙ্গলবার, ২৩ সেপ্টে ২০২৫ ০৮:০৯

১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

Manual8 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হালনাগাদ খসড়া ভোটার তালিকা মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর ১ নভেম্বর তালিকাটি প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে কেউ দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করতে চাইলে ১৬ নভেম্বর পর্যন্ত সময় পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব আবেদন নিষ্পত্তি করবে ১৭ নভেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ১৮ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Manual8 Ad Code

এর আগে, গত ৩১ আগস্ট প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।

Manual7 Ad Code

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‍“৩১ অক্টোবর ২০২৫ সালের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের অন্তর্ভুক্ত করে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।”

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ