‘ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবে কেন, জামায়াত আমির ত যায়নি’

প্রকাশিত:মঙ্গলবার, ২৩ সেপ্টে ২০২৫ ০৪:০৯

‘ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবে কেন, জামায়াত আমির ত যায়নি’

Manual1 Ad Code

‘ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি’— এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

তিনি বলেন, এরকম একটা ছেলের (এনসিপির সদস্য সচিব আখতার হোসেন) সঙ্গে উনি (বিএনপি মহাসচিব) সেইম প্রোটোকলে যাবেন কেন? যে ছেলেটার পার্টিটার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। এনসিপির একটা ছেলের সঙ্গে কেন যাবেন উনি?

Manual4 Ad Code

ফজলুর আরও বলেন, ‘মানুষ কিন্ত বুঝে যে বিএনপি কী এতই অসহায় হয়ে গেছে? যে না গেলে একদম ক্ষমতা পামু না। যে যাই দেখি স্যারে যদি একটু দয়া করে। এটা মানুষ মনে করে। আমি কী মনে করি এটার কিছু আসে যায় না। আমি বলবো রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এটা বড় সাংঘাতিক জিনিস।’

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ