সুনামগঞ্জ-৩ আসনে জগন্নাথপুর উপজেলা জমিয়তের মনোনীত তিন প্রার্থী কেন্দ্রে প্রেরণ

প্রকাশিত:মঙ্গলবার, ০১ জুলা ২০২৫ ০৮:০৭

সুনামগঞ্জ-৩ আসনে জগন্নাথপুর উপজেলা জমিয়তের মনোনীত তিন প্রার্থী কেন্দ্রে প্রেরণ
সুরমাভিউ:-  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ তথা জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-মহাসচিব সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তামীম আহমদ ও ইউরোপ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী (সিতু) এর নাম সর্বসম্মতিক্রমে প্রস্তাব করেছে জগন্নাথপুর উপজেলা জমিয়ত।
২৯ জুন, রবিবার বিকাল ৪টায় জগন্নাথপুর জমিয়ত কার্যালয়ে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী।
সভায় ইউনিয়ন প্রতিনিধি ও শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে প্রার্থী হিসেবে তিনজনের নাম কেন্দ্রে পাঠানোর প্রস্তাব গৃহীত হয়।
উল্লেখ্য, মাওলানা আব্দুল মালেক চৌধুরী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব ও সাবেক ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এই বর্ষিয়ান নেতা এর আগে নবীগঞ্জ-বাহুবলে অর্থাৎ হবিগঞ্জ-১ আসনে ২০০৮ সালে নির্বাচন করেছিলেন। ২০ দলীয় জোটগত কারণে বেগম খালেদা জিয়ার নির্দেশে নির্বাচনের আগেরদিন জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে আবারো জুটের বেড়াজালে আটকে গিয়েছিল বিধায় নমিনেশন প্রত্যাহার করতে বাধ্য হন।
অন্য প্রার্থী সৈয়দ তামিম আহমদ সহ-আন্তর্জাতিক সম্পাদক এবং ইউকে জমিয়তের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। সম্প্রতি এপ্রিল ও মে মাসে দেশে অবস্থান করে তিনি জগন্নাথপুর-শান্তিগঞ্জের প্রতিটি ইউনিয়নে সফর করে দলীয় ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়, গণসংযোগ  করেছেন।
নেতৃবৃন্দ জানান, স্বাধীনতা-পরবর্তী সময়ে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের শক্তিশালী অবস্থান ও নির্বাচনী ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় বজায় রাখতে এবং দলকে আরও সংগঠিত করতে বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী প্রার্থী করার সিদ্ধান্ত সময়োপযোগী।

এ সংক্রান্ত আরও সংবাদ