রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ অক্টো ২০২৫ ০৬:১০

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

Manual1 Ad Code

ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তার দাবি, রাতে স্ত্রী সাপ হয়ে যান এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন! মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডি টিভি

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি রাজ্যের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘সমাধান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসকের কাছে অভিযোগ নিয়ে হাজির হন মেরাজ নামের ওই ব্যক্তি। সাধারণত এ দিনে বিদ্যুৎ, রাস্তা, বা রেশন কার্ডসংক্রান্ত অভিযোগ জমা পড়ে। কিন্তু মেরাজের অভিযোগ শুনে হতবাক হয়ে যান কর্মকর্তারা।

Manual4 Ad Code

জেলা প্রশাসকের সামনে মেরাজ বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যায়। তারপর আমার পেছনে ধাওয়া করে কামড়াতে আসে।’

 

মেরাজের দাবি, তার স্ত্রী ইতোমধ্যে একবার তাকে কামড়েছেন এবং প্রায়ই রাতে ‘সাপ হয়ে’ তার পেছনে ধাওয়া করেন। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগও জমা দিয়েছেন জেলা প্রশাসকের কাছে।

Manual7 Ad Code

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) ছড়িয়ে পড়ে। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘কে জানে, তিনি আর কাদের কামড়াচ্ছেন!’

 

 

আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি কি তার নাগমণি লুকিয়ে রেখেছ?’ অন্য একজন পরামর্শ দিয়েছেন, ‘তুমি নিজেও কোবরা হয়ে যাও।’

 

Manual2 Ad Code

 

এদিকে, অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি মানসিক হয়রানির অভিযোগ হিসেবে গুরুত্ব দিয়ে মাহমুদাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসডিএম) ও স্থানীয় পুলিশ তদন্তে নেমেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ