‘পাহাড়িকা এক্সপ্রেস’ লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ অক্টো ২০২৫ ০৯:১০

‘পাহাড়িকা এক্সপ্রেস’ লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ

Manual2 Ad Code

সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজার স্টেশনের কাছে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

Manual7 Ad Code

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

ঘটনাস্থলে রেলওয়ের উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের সদস্যরা পৌঁছেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Manual3 Ad Code

রেলওয়ে কর্তৃপক্ষের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইন বিকল বা বগির চাকা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

এদিকে, লাইনচ্যুতির কারণে সিলেটের সঙ্গে চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী বিকল্প পরিবহন ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি উদ্ধারের পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ