৪৭তম প্রতিষ্ঠাতাবার্ষিকী সফলের লক্ষে সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্টিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ আগ ২০২৫ ১১:০৮

৪৭তম প্রতিষ্ঠাতাবার্ষিকী সফলের লক্ষে সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্টিত

Manual6 Ad Code

সুরমাভিউ:-  আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতাবার্ষিকী সফল করার লক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রতিষ্ঠাতাবার্ষিকীর দিনে মহানগর বিএনপির বিএনপির র‌্যালি সফলের লক্ষে আলোচনা করা হয় এবং প্রতিটি ওয়ার্ড কমিটির পৃথক ব্যানার সহকারে র‌্যালিতে অংশ নিতে নির্দেশনা প্রদান করা হয়।

Manual1 Ad Code

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপির প্রতিষ্ঠাই হয়েছে এদেশের মানুষের ভালো-মন্দে তাদের পাশে থাকার জন্য। বিগত  ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুম, নির্যাতন, হামলা-মামলা উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছে বিএনপি। ভবিষ্যৎে এই দল মানুষের সেবক হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে।

সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যারা বিএনপিকে শেষ করে দিতে চেয়েছে, তারা নিজেরাই আজ শেষ হয়ে গেল। তারা ভুলে গিয়েছিল বিএনপি মানেই বাংলাদেশ। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তিনি দেশের যেকোন ক্রান্তিলগ্নে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সহ-সভাপতি ডাঃ আশরাফ আলী, সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মূর্শেদ আহমদ মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির।

উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়কসম্পাদক মোঃ লুৎফুর রহমান মোহন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, মিজান আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ কৃষি সম্পাদক রাজিব কুমার দে, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, সহ ক্ষুূদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ জলবায়ু সম্পাদক  আবু সাঈদ মোঃ তায়েফ, সহ সমাজকল্যান বিষয়ক সম্পাদক এ এস এম সায়েম, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ রাজন আহমদ, সহ মৎস্য সম্পাদক  মোঃ শাহিন আহমদ, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্য সচিব শুয়াইব আহমদ শোয়েব, বিমানবন্দর থানার আহবায়ক আব্দুল কাদির সমছু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, জালালাবাদ থানার আহবায়ক হাজী শহীদ আহমদ, শাহপরান থানার আহবায়ক আব্দুল মুনিম ও সদস্য সচিব খূর্শেদ আহমদ খুশু, মোগলা বাজার থানার আহবায়ক আবুল হাসনাত, সদস্য সেলিম আহমদ সেলু, চান মিয়া বাচ্চু, হাজী শাহজাহান, আমিনুল ইসলাম আমিন, মঈন খান,মোঃ নুরুল ইসলাম, নুরুল ইসলাম রাজু, ইফতেখার আহমদ পাবেল, শহীদুর রহমান সানি, মোঃ হারুনুর রশিদ, জাকির হোসেন পারভেজ  প্রমুখ।

Manual6 Ad Code

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ মো. ইলিয়াস।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code