বিএনপির ৩১ দফা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা – কলিম উদ্দিন আহমদ মিলন

প্রকাশিত:বুধবার, ০৮ অক্টো ২০২৫ ০৯:১০

বিএনপির ৩১ দফা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা – কলিম উদ্দিন আহমদ মিলন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আজকে আমাদের ছাতক পৌরসভা এবং উপজেলার সকল নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করেছি। আমাদের ছাতক পৌরসভা শহরে প্রায় ২৫ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। আজকে আমি যে উচ্ছাস জনগণের মাঝে দেখেছি আমরা আশা করি, আমাদের ছাতক এবং দোয়ারাবাজার উপজেলায় ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমি ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার প্রতিটি গ্রামে, পাড়া ও মহল্লায় ধানের শীষ প্রতীকের দাওয়াত আগামী ১৫ দিনের মধ্যে পৌঁছে দেব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই কর্মসূচী বাস্তাবায়ন করতে হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, ৩১ দফার প্রতিটি ধাপ জনগণের স্বপ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া, জনগণকে সচেতন করা এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করা।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ছাতকের রহমতবাগ এলাকা থেকে বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে ছাতক পৌর শহরে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে ছাতক উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, আমাদের সুনামগঞ্জ-৫ আসন সহ বাকি ৪টি আসনেই ধানের শীষের দাওয়াত ঘরে-ঘরে পৌঁছে দেয়া হবে এবং  আমরা সম্পূর্ণ আশাবাদী ৫টি আসনেই ধানের শীষকে  বিজয়ী করতে পারবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। অবশ্যই ২৬ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, বাংলাদেশে পিয়ার পদ্ধতি উপযুক্ত নয় বলে আমরা মনে করি। দলের একাধিক প্রার্থীর বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি বড় দল। এটি একটি গণতান্ত্রিক দল হিসেবে অনেক প্রার্থী থাকবেন। তবে আমাদের দলের হাইকমান্ড চুল-ছেঁড়া বিশ্লেষণ করছেন। ইনশাআল্লাহ যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে আশা করছি।

Manual2 Ad Code

লিফলেট বিতরণ ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির  যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা ছায়াদুজ্জামান, আবুল হোসেন, আতাউর রহমান এমরান প্রমুখ।

এছাড়াও ছাতক উপজেলা ও পৌর বিএনপিন এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

দুপুর থেকে লিফলেট বিতরণে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন। উপজেলার সকল ইউনিয়ন ও পৌর সভার  সকল ওয়ার্ড থেকে পৃথক পৃথক  ব্যানারে মিছিল নিয়ে আসা হয় মড়ল কমিউনিটি সেন্টারের পাশে। সেখান থেকে বিকেল ৪টায় লিফলেট বিতরণ ও মিছিল শুরু হয়। এ সময়  হাজার-হাজার নেতা-কর্মীদের মিছিলে ছাতক শহর যেন একটা মিছিলের নগরীতে পরিণত হয়। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ