ক্ষমতায় এলে আগামী ৫ বছরে ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো : খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত:শনিবার, ০৪ অক্টো ২০২৫ ০৬:১০

ক্ষমতায় এলে আগামী ৫ বছরে ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো : খন্দকার আব্দুল মুক্তাদির

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বৈষম্যহীন, আধুনিক, মানবিক ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা হবে। বিগত ফ্যাসিবাদী আমলে কর্মসংস্থানের তেমন কোন সুযোগ ছিল না, ফলে বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতায় এলে আমরা আগামী ৫ বছরে ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করার মাধ্যমে তাদের মাঝে নূন্যতম মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেবো।

Manual8 Ad Code

তিনি বলেন, পরিকল্পিতভাবে সিলেটে শিল্প কারখানা গড়ে তুলতে আমরা কার্যকর পদক্ষেপ নেবো। সুরমা নদীকে খনন করে এবং খালগুলোকে সচল করে সিলেটের জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করবো। সুরমার ভাঙ্গণের স্থায়ী সমাধান হবে আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। পরিকল্পিতভাবে সিলেটের সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করবো।

Manual8 Ad Code

শুক্রবার (৩ অক্টোবর) রাতে নগরীর শেখঘাটে সিলেট মহানগর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী পাড়া কমিটি গঠনের লক্ষ্যে শেখঘাট পূর্ব  ও স্মৃতি আবাসিক এলাকার বিএনপি পরিবারের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব।

Manual3 Ad Code

সভায় আরো উপস্থিত ছিলেন-  ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিম আহমেদ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মারুফ আহমদ টিপু, তাজ উদ্দিন তাজু, হুমায়ুন কবীর জুনেল, সালাউদ্দিন আহমদ, লালন আহমদ, জাবেদ আহমদ, ফয়ছল আহমেদ, আব্দুর রউফ, মওলানা সবুজ আহমেদ, বাচ্চু মিয়া, এখলাছ মিয়া, আসাদ আহমেদ, রাশেদ আহমেদ, মিন্টু মিয়া, আব্দুল মজিদ, রুমেল আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ