শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে আলোচনা সভা

প্রকাশিত:মঙ্গলবার, ১৬ সেপ্টে ২০২৫ ০৮:০৯

শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে আলোচনা সভা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:-  সুনামগঞ্জ পৌরসভা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ‍্যোগে শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব‍্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, শিশুরা ভবিষ্যতে এ দেশের যারা দায়িত্ব ভার গ্রহণ করবে, তাদের জন‍্য সরকার এই শিশুশ্রম নিরুৎসাহিত করেছেন।

তিনি বলেন, আমরা চাই প্রত‍্যেক শিশু তাদের সহজাত প্রকৃতির মাধ‍্যমে পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাভাবিকভাবে বেড়ে উঠুক।

তিনি বলেন, শিশুদের ইচ্ছে করে শিশুশ্রমে যুক্ত করা হয় না। নানা কারণে শিশুরা শিশুশ্রমে জড়িয়ে পড়ে।

সভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এনডিসি ও সিনিয়র সচিব মমতাজ আহমেদ। তিনি বলেন, শিশু শ্রম বন্ধ করা এই নয় যে, মায়ের সাথে ঘর সংসারের কাজ বন্ধ করে দেয়া। শুধু লেখাপড়ার প্রতি নজর দেয়া।

তিনি বলেন, প্রত‍্যেক শিশু স্কুলের ব‍্যাগ ঘুচিয়ে রাখা, জামা-কাপড়, খাতা-কলম, টেবিল ঘুচিয়ে রাখা, নিজের পরিস্কার পরিচ্ছন্নতা এবং ঘরের ছোট-খাটো কাজ করলে শিশু শিখে নিতে পারবে। এটা শিশুদের শিক্ষণীয় কাজ। প্রত‍্যেহ শিশুদের ছোটখাটো কাজ করলে শেখার আগ্রহ বাড়ে।

Manual3 Ad Code

তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশনের এক অনুষ্ঠানে একটি এলাকা বাল‍্য বিবাহমুক্ত ঘোষনা করার কথা শুনেছি। যারা মেয়েরা বড় হচ্ছে তারা যেন বাল‍্যবিবাহের আওতায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, দিনমজুর মা-বাবা যখন শিশু কোলেপিঠে করে কাজে যান। তখন শিশুদের ভালমন্দের প্রতি, তার সুবিধা অসুবিধা বিষয়ে খেয়াল রাখতে হবে।

তিনি ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচিতে যদি শিখনের কোনো কাজ থাকে। তখন সেগুলো বেশি করে চালু করার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইসিবিসি প্রকল্প পরিচালক) আব্দুল কাদির, অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।

Manual7 Ad Code

সভা উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র জুনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্চয় সিংহ।

Manual3 Ad Code

সভার শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ন‍্যাশনাল কো-অর্ডিনেটর জামাল উদ্দিন, সিলেট এরিয়া প্রোগ্রাম সিনিয়র ম‍্যানেজার কাজল দ্রং।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ