রিক্সা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী

প্রকাশিত:রবিবার, ১৪ সেপ্টে ২০২৫ ১১:০৯

রিক্সা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী

Manual6 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা মাহফুজুল আলম শামরানের সভাপতিত্বে ও মৌলভী শামসুল ইসলাম এবং মাওলানা আতাউর রহমান হানিফের যৌথ পরিচালনায় দাওয়াতি মজলিস ও রিক্সা প্রতীকের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জামেয়া দারুল কোরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

Manual3 Ad Code

বিশেষ অতিথি সংগঠনের সুনামগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, উপজেলা সহ-সভাপতি মাওলানা রিয়াজ উদ্দীন রাজু, উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আমিন, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ রুমেন উদ্দীন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, উপজেলা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি হাফিজ শায়খ আহমদ মামুন প্রমুখ।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় আমির অধ্যাপক আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করে সংগঠনের প্রতিটি নেতাকর্মীদেরকে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ জনগনের কাছে পৌঁছে দিতে হবে। সমাবেশ শেষে পাশা চৌধুরী শ্রীধরপাশা, জগদীশপুর, গলাখাল, খামারখাল, সাদিপুর গ্রামের জনগনের সাথে সাক্ষাত করেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ