মানবিকতা ও নৈতিকতা ছাড়া একজন চিকিৎসকের পরিচয় সম্পূর্ণ হয় না : ডা. ইসমাইল পাটোয়ারী

প্রকাশিত:শনিবার, ০৫ জুলা ২০২৫ ০৮:০৭

মানবিকতা ও নৈতিকতা ছাড়া একজন চিকিৎসকের পরিচয় সম্পূর্ণ হয় না : ডা. ইসমাইল পাটোয়ারী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. ইসমাইল পাটোয়ারী বলেছেন, সেবাই চিকিৎসা পেশার মূলমন্ত্র। মেডিকেল পড়া সহজ নয়। অনেক ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু লক্ষ্য পরিষ্কার থাকলে এবং অধ্যবসায় থাকলে সফলতা নিশ্চিত। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আজকের এই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতে নেতৃত্ব দেবে। মানবিকতা ও নৈতিকতা ছাড়া একজন চিকিৎসকের পরিচয় সম্পূর্ণ হয় না। তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Manual6 Ad Code

তিনি শনিবার (৫ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে কলেজ অডিটোরিয়ামে সিলেট উইমেনস মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. অচিরা ভট্টাচার্য এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিজিএমই’র মহাপরিচালক প্রফেসর ডা. নাজমুল হোসেন। তিনি বলেন, নতুনদের জন্য প্রথম দিনটি সবসময় স্মরণীয়। এই দিন থেকেই চিকিৎসা জীবনের দায়িত্ব শুরু হয়। পেশাগত জ্ঞান অর্জনের পাশাপাশি রোগীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রত্যেক শিক্ষার্থীকে আমরা পরিবারের অংশ মনে করি। কলেজের শিক্ষকরা সর্বদা তাদের পাশে থাকবেন। দেশ সেবা ও আন্তর্জাতিক মানের চিকিৎসা জ্ঞান অর্জনের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা সবসময় আধুনিক ও সময়োপযোগী রাখা হয়েছে।

অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিকেল সায়েন্স এর ডিন ওসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা: ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপর প্রজেক্টের মাধ্যমে একটি ডকুমেন্টারী উপস্থাপন করেন নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. খন্দকার আবু তালহা। প্রথম ও দ্বিতীয় বর্ষের কোর্স কারিকুলাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফেজ-১ কো-অর্ডিনেটর ফিজিওয়ো বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাসুদুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের একাডেমিক কোঅর্ডিনেটর এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডা. নাহিয়ান মাহমুদ মিম। প্রথম বর্ষের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করা হয়। এসময় হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালকবৃন্দ, হাসপাতাল পরিচালক, ডাক্তার, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code