২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০২ জুলা ২০২৫ ০৯:০৭
সুরমাভিউ:- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মনিরগাতি দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর ৪নং ওয়ার্ডের সেনপুর কেন্দ্রীয় নতুন জামে মসজিদের নির্মাণ কাজের জন্য অর্থ অনুদান প্রদান করেছে আনোয়ার ফাউন্ডেশন ইউকে।
বুধবার (২ জুলাই) বাদ আছর মসজিদ কমিটির কাছে আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়ার পক্ষ থেকে এই অনুদান প্রদান করেন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ। উল্লেখ্য, এর আগেও একবার আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছিল।
এসময় উপস্থিত ছিলেন ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সেনপুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী মো: আলা উদ্দীন, এলাকার বিশিষ্ট মুরব্বী মো. আব্দুল মন্নান, মনির উদ্দিন, আব্দুল কাহার, মুজিব, আব্দুস ছোপান, সুরুজ আলী, মসজিদের পেশ ইমাম জুনাইদ আহমদ প্রমুখ। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বি, যুবসমাজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৫ সালে এলাকার মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে ছাতক উপজেলার মনিরগাতি শেনপুর ৪নং ওয়ার্ডের সেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ করা হয়। বর্তমানে মসজিদটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেন মসজিদ কমিটি ও এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় সকলের সহযোগীতায় ৪ তলা ফাউন্ডেশন করে মসজিদের কাজ শুরু হয়। কিন্তু মসজিদ নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগীতায় বর্তমানে ১ম তলার কাজ শুরু হয়েছে। এই মসজিদের আর্থিক সংকটের কথা শুনে প্রবাসী আনোয়ার মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন। মসজিদটি নির্মাণকাজে সহযোগিতা করার জন্য আনোয়ার ফাউন্ডেশনের মতো অন্যান্য ফাউন্ডেশন, বিত্তবান এবং দেশ ও প্রবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে চাইলে ০১৭১৮৫৩৭০৫৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766