সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ১১ অক্টো ২০২৫ ০৮:১০

সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১২টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলাভবন হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

Manual7 Ad Code

৮৪ ব্যাচের শিক্ষার্থী সুপর্ণ দে এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রবীণ শিক্ষক প্রফেসর আব্দুল বাকি চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর হৃষিকেশ ঘোষ, প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, প্রফেসর নিরঞ্জন পাল, প্রফেসর তপন ধর, কলেজ অধ্যক্ষ গোলাম আহমদ খান কবির। এছাড়াও অনুষ্ঠানে ৮৪ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। “তারুণ্যের দীপ্ত মেঠো পথে চলো আবার হাটি একসাথে” এই স্লোগানকে সামনে রেখে ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে একসাথে হওয়ার এই আয়োজন সবাইকে স্মৃতিচারণায় ফিরিয়ে নিয়েছে। ছাত্রজীবনের বন্ধনই জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। এই বন্ধুত্ব, পারস্পরিক সহমর্মিতা ও সম্পর্কের উষ্ণতা সারাজীবন ধরে রাখতে হবে।

Manual8 Ad Code

বক্তারা আরও বলেন, মুরারিচাঁদ কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জীবনের আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা এই পুনর্মিলনী অনুষ্ঠান আগামীতেও আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান এবং আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। স্মৃতিচারণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ