২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ০৮:০৬
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকা ও এর আশপাশে পর্যটকবাহী হাউজবোট, ট্রলার ও অন্যান্য ইঞ্জিন চালিত বোট চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাইকিং করা হয়েছে ।
সোমবার (২৩ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, জেলা প্রশাসনের নির্দেশে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাইকিং করেন।
এর আগে রবিবার রাতে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকদের জন্য ‘অবশ্য পালনীয়’ ১৩টি নির্দেশনা জারির এক দিন পর হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
Helpline - +88 01719305766