২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৮ জুন ২০২৫ ০৬:০৬
ইসরায়েলে হামলা শুরুর পর প্রথমবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার খামেনি তার ভাষণে বলেছেন, ‘ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি দেওয়া হবে। ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে, ঠিক তেমনি এটি চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে।”
ইরানি নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, “ চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরান, ইরানি জাতি এবং এর ইতিহাস সম্পর্কে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কখনো এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলবে না। কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করবে না। আমেরিকানদের জানা উচিত যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।”
Helpline - +88 01719305766