শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেটের নেতৃবৃন্দের সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ অক্টো ২০২৫ ০৬:১০

শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেটের নেতৃবৃন্দের সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেটে ব্যাটারিচালিত রিক্সা/ ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

বুধবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মতবিনিময় সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ, জেলার সহ-সভাপতি আতকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ রাজু, কোষাধ্যক্ষ আল-আমিন, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার মুন্না বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

Manual5 Ad Code

উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবিদুর রহমান কয়েস, আব্দুর রহমান, হাবিবুর রহমান, আসলাম উদ্দিন, আবুল কাশেম, রুবেল আহমদ, খাজা মিয়া, আব্দুস সাত্তার, আব্দুজ জব্বার, আব্দুস সোবহান, রাসেল আহমদ, সালাহ উদ্দিন, হারুন অর রশিদ, শাহিদুল ইসলাম, আনিসুর রহমান খান, আবুল বাশার, মঈন উদ্দিন প্রমুখ।

সভায় মহানগর ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, সিলেটে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। গলির মধ্য থেকে রিক্সা রেকার করা হচ্ছে। আমরা চাই বাংলাদেশের অন্যান্য নগরীর মতো সিলেটেও ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দেয়া হোক। এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার আশ্বাস প্রদান করেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ