নারী ভোটারদের নিয়ে কামরুজ্জান কামরুলের উঠান বৈঠক

প্রকাশিত:শনিবার, ১১ অক্টো ২০২৫ ০৯:১০

নারী ভোটারদের নিয়ে কামরুজ্জান কামরুলের উঠান বৈঠক

Manual1 Ad Code

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাসন্তবায়নে নির্বাচনী এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে মাঠ চষে বেড়াচ্ছেন, সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।

Manual1 Ad Code

শনিবার (১০ অক্টোবর) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কয়েকশত নারী ভোটারদের উপস্থিতির মধ্যে দিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‘এসময় প্রধান অথিতির বক্তব্যে, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার মধ্যে দিয়ে সারা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। আজ আমি আপনাদের কাছে এসেছি বেগম খালেদা জিয়ার কথা বলতে, ধানের শীষের কথা বলতে। আপনাদের সবার সহযোগীতা নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই, ধানের শীষের জন্য আপনাদের সবাইকে সর্বস্থরের মানুষের কাছে যেতে হবে। একটি সুন্দর রাষ্ট গড়ে তোলার জন্য, বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

Manual8 Ad Code

পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুনাব আলী, জেলা বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মো. লায়েছ মিয়া, বিএনপি নেতা দুলাল মিয়া, জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ