১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৫ অক্টো ২০২৫ ০৬:১০
সুরমাভিউ:- সিলেটে পূজামন্ডপে মাতলামির প্রতিবাদ করায় হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো আসামিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ।
অভিযোগটি দায়ের করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটল।
অভিযোগ সূত্রে জানা যায়, পল্লবী আবাসকি এলাকা বøক এ, লামাবাড়ি পনটিুলার সিথিল ঘোষের ছেেল সৌরভ ঘোষ (২০), করেরপাড়া সেওরা গাছের তলের আকাশ দাশ, পল্লবী আবাসিক এলাকা পনিটুলা বি ব্লকের ৬২নং বাসার রনধীর ঘোষের ছেলে অরূপ ঘোষ (২০), দোচকী সনাতন পল্লীর হীরা দাশের ছেলে নয়ন দাশ (২০), পল্লবী ব্লক এ লামাবাড়ির বিপ্লব তালুকদারের ছেলে পল্লব তালুকদার, উপরপাড়ার নিমাই দাশের ছেলে রাহুল দাশ ও দীপক সরকারের ছেলে প্রশান্ত সরকার ১ অক্টোবর রাত ২টায় মদপান করে পনটিুলা পূজা মন্ডপের সামনে এসে মাতলামি করতে থকে। টুটলসহ পূজা পরিষদ নেতৃবৃন্দ তাদের অনুরোধ করেও সরাতে পারেন নি। পরে তাদের কৌশলে সরিয়ে দেওয়ার পর তারা মন্ডপে ইটপাটকেল মারতে শুরু করে।
গত ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর সবাই স্নান করতে গেলে জালালাবাদ থানার পল্লবী আবাসিক এলাকার ৩১নং বাসার মৃত বিপিন ঘোষের ছেলে বিজন ঘোষ ওরফে বিজয় ঘোষকে (৩০) মন্ডপের সামনে একা পেয়ে তারা সবাই মিলে লোহার পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধোর করে। এতে সে মারাত্মক আহত হয়।
খবর পেয়ে টুটলসহ অন্যান্যরা ঘটনা স্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পর বিবাদী আকাশ ফেসবুকে তার আইডি থেকে তাদের ছবি পোস্ট দিয়ে আগামীতেও এরকম ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে।
এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন টুটুলসহ পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এদিকে অভিযোগ প্রসঙ্গে জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ বলেন, অভিযোগটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি। তবে তারা এখন পলাতক। আমাদের অভিযান চলবে।
Helpline - +88 01719305766