৭ দফা দাবিতে জাগপা সিলেট জেলা ও মহানগরের লিফলেট বিতরণ

প্রকাশিত:রবিবার, ০৫ অক্টো ২০২৫ ০৬:১০

৭ দফা দাবিতে জাগপা সিলেট জেলা ও মহানগরের লিফলেট বিতরণ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (৫ আগস্ট) সিলেটের সিটি মার্কেট সহ নগরীর বিভিন্ন মার্কেটে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

Manual5 Ad Code

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন এর নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর জাগপা’র সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু, সিলেট মহানগরের সহ সভাপতি পিয়ার হোসেন, যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুন, আজিজুর রহমান, আব্দুল বাছিত প্রমুখ।

৭ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন কর। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী জোড়ালো পদক্ষেপ গ্রহণ কর। পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাইসহ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করা। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতোই তাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করা। নেতৃবৃন্দ উল্লেখিত ৭ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ