শ্রমিক দিবসে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ০৯:০৫

শ্রমিক দিবসে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

Manual1 Ad Code

সুরমাভিউ:-  ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

Manual1 Ad Code

লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও লায়েক আহমদ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক জামাল মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, সিলেট মহানগর শাখার সভাপতি মুজাম্মেল হুসেইন বাদশাহ, জামাল মিয়া, কাজী মিজান, জালাল আহমেদ, রাজু মিয়া, আব্দুল আহাদ, ফারুক আহমদ, মিসবাহ উদ্দিন, আকাশ দাস, নাইম ইসলাম, অপু দাস, দূর্জয়, রাব্বি ইসলাম, সুজন, নোমান, ফয়সাল আরেফিন প্রমুখ।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক দিবস শুধু একটি সাধারণ দিবস নয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার উৎস। মে দিবসের পথ ধরেই বিশ্বের শ্রমিকদের অধিকার, বিশেষ করে ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসে। তা সত্ত্বেও লাখো শ্রমিক উপযুক্ত পারিশ্রমিক ও ন্যায্য অধিকার পান না। মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন বাস্তবে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রম অধিকার রক্ষা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code