এখন টিভির ২ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ অক্টো ২০২৫ ০৬:১০

এখন টিভির ২ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ’র ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের  দাবিতে সিলেট নগরীতে  মানববন্ধন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানব বন্ধনের আয়োজন করে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, (ইমজা), সিলেট।

Manual5 Ad Code

ইমজার সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে এবং সাকিব আহমদ মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির,  ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন বদরুদ্দোজা বদর,  সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি দীগেন সিংহ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট এর সদস্য সচিব, এইচ এম শহীদুল ইসলাম সহ আরো অনেকে।

এসময়  সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা ন্যাক্কার জনক একটি ঘটনা।

তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা রাষ্ট্রে এটি নতুন কোন ঘটনা নয়। অতীতে ও  এ ধরনের ঘটনা ঘটছে বর্তমানে তা চলমান আছে। কিন্ত এসব ঘটনা সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করলে দুর্বৃত্তরা কখনো কোন পেশাজীবি সাংবাদিকের উপর হামলার সাহস করতো না।
বক্তারা আরো বলেন দেশ ও সমাজে ঘটে যাওয়া সকল অনিয়ম তুলে ধরে  সংবাদ প্রকাশ করায় সমাজের উশৃঙ্খল মানুষেরা এসব অপকর্ম করে বেড়াছে। এদেরকে শক্ত হাতে দমন করা রাষ্ট্রের কাজ। যত দ্রুত সম্ভব ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

Manual4 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন, এখন টেলিভিশনের ব্যুরো চীফ ও সিনিয়র রিপোর্টার গোলজার আহমেদ, ইমজার সাবেক সভাপতি সজল ছত্রী, ইমজার সহ সভাপতি এস আলম আলমগীর, দৈনিক জালালাবাদ ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক মাসুদ আহমেদ রনি, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, দ্যা ডেইলি ষ্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাবিল হোসেন, এখন টেলিভিশনের রিপোর্টার সন্দীপন শুভ, সময় টেলিভিশনের রিপোর্টার অপু বনিক, ষ্টার নিউজের মাহবুব হাসান সানি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রানা মজুমদার বাপ্পী,ইমজা নিউজের ষ্টাফ রিপোর্টার নয়ন সরকার, ডিবিসি নিউজের ষ্টাফ রিপোর্টার তাওহীদুর রহমান শাহ, আজকের পত্রিকার প্রতিনিধি লবীব আহমেদ, এখন টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট অনিল কুমার পাল, এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট সেলিম মিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোজ্জামেল হক, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট আজমল আলী, সাংবাদিক জয়ন্ত কুমার দাস, ইমজা নিউজের ক্যামেরাপার্সন বিশাল দে বৃত্ত, নাজিব আহমেদ, আরমান আহমেদ, আরিফ আহমেদ প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য গেলো রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ