বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এর স্থায়ী ক্যাম্পাস করার দাবিতে লিফলেট বিতরণ

প্রকাশিত:শনিবার, ২১ জুন ২০২৫ ০৮:০৬

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এর স্থায়ী ক্যাম্পাস করার দাবিতে লিফলেট বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জ জেলা শহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এর স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবিতে তাহিরপুর লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) উপজেলার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, তরুণ সমাজ ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

সংগঠক এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন কমিটির সদস্য অ্যাড. মহসিন রেজা মানিক, তাহিরপুর উপজেলার বিএনপির আহবায়ক বাদল মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ