২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ০৮:০৫
হযরত শাহজালাল রহ: তাওহিদি কাফেলা নেতৃবৃন্দ
আজ আউলিয়া ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দের সাথে এক মত-সভায় মিলিত হন।
জিন্দাবাজার আউলিয়া ফাউন্ডেশনেসর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হযরত শাহজালাল রহ- এর মাজারের
পবিত্রতা রক্ষায় মাজারে সাজদা,মাজার প্রাঙ্গণে গান-
বাজনা মদ গাজার আসর ও অশ্লীলতা বন্ধে ঐক্যবব্ধ কাজ করা জন্য উভয় সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যমত
পোষণ করেন।
সভায় আসন্ন ওরসে মাজারের পবিত্রতা রক্ষায়
মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে
অনুষ্ঠিত তাওহিদি কাফেলা,মাজার কমিটি ও
প্রশাসনের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্তবলী
বাস্তবায়নে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এতে তাওহিদি কাফেলার পক্ষ হতে উপস্থিত ছিলেন-
তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ,যুগ্ন-সদস্য সচিব মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি,কেন্দ্রীয় সদস্য মুফতি রশিদ আহমদ,মুফতি কয়েস আহমদ।
আউলিয়া ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন-
সভাপতি মাওলানা খাজা এম,এ,জালালাবাদী,
সহসভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির খান,
ধর্ম সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস,সদস্য
মাওলানা আব্দুল আজিজ,সদস্য মুফতি ইয়াসিনুর রাহমান।
Helpline - +88 01719305766