দিরাই’য়ে জোয়ারের উচ্চতা বাড়ে, উঁচু হয়না বাধঁ

প্রকাশিত:শুক্রবার, ২৫ এপ্রি ২০২৫ ০৮:০৪

দিরাই’য়ে জোয়ারের উচ্চতা বাড়ে, উঁচু হয়না বাধঁ

Manual1 Ad Code

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:–  কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে পরিপূর্ণ শুকনো নদী। দিরাইয়ে হঠাৎ পাহাড়ি ঢল নামায় বেড়েছে কালনী,হেরাচাপ্টি ও মাহাসিং  নদীর পানি। তবে পাহাড়ি ঢলে বন্যা কিংবা বোরো ধানের ফসলের ক্ষতির কোনো আশঙ্কা নেই।

গতরাত থেকে পাহাড়ি ঢলে সুরমা নদী হয়ে  পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করে। এতে যে নদী কয়েকদিন আগেও খরায় ফেটে চৌচির হচ্ছিল, সেই নদী কয়েক ঘণ্টার পাহাড়ি ঢলে পানিতে পরিপূর্ণ  হয়ে ওঠে।

Manual8 Ad Code

দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার   বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে সুরমা নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই। কারণ এখনও দিরাই’র  নদী ও হাওর শুকনো রয়েছে। পাশাপাশি ফসলের ক্ষতিরও কোনো সম্ভাবনা নেই।

Manual2 Ad Code

তবে যত দ্রুততম সময়ের মধ্যে ধান কাটা শেষ করতে হবে। হাওর পাড়ের মানুষ জানান,বর্তমানে শ্রমিক মজুরি বৃদ্ধি করেছে,যার ফলে কৃষক দিশেহারা হয়ে পড়ছেন।একদিকে পাহাড়ি ঢল,অন্যদিকে ক্ষেতে পাকা ধান।কি করবেন তারা ভেবে পাচ্ছেন না।

টাংনির হাওরের কৃষক হালিম, সোহেল, শাব্বির ও মখদ্দুছ মিয়া বলেন, জোয়ারের উচ্চতা বাড়ে কিন্ত উচুঁ হয়না বাধঁ। এভারের ভেরিবাধঁ গুলো টেকসই হয়নি,তাই শংকায় আছি।যেভাবে পানি বাড়ছে যদি একইভাবে পানি বাড়তে থাকে বলা যায়না কখন কি হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code