সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনা, ছুরিকাঘাতে ১ জন নিহত

প্রকাশিত:বুধবার, ১৬ এপ্রি ২০২৫ ০৯:০৪

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনা, ছুরিকাঘাতে ১ জন নিহত

সুরমাভিউ:-  সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহের দলদলি চা-বাগানের পাশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তুষার আহমদ চৌধুরী (২০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত অনুমান ৭ ঘটিকায় এ ঘটনা ঘটেছে। নিহত তুষার আহমদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার ১০২ নম্বর বাসার সিলেট জজ কোর্টের আইনজীবী সাজেদ আহমদ চৌধুরীর ছেলে।

এ ঘটনায় ছাত্রলীগ কর্মী আহমেদ জাবেদকে আম্বরখানার বড়বাজার এলাকার একটি বাসা থেকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ নেতা তুষার আহমদ চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ