২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ০৮:০৬
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজকের বৈঠকে আর যোগ দেবে না বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। দুপুর পর্যন্ত জামায়াতের কোনো প্রতিনিধিদল যায়নি সেখানে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল যোগ দিয়েছে। এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদলও আছে।
তবে সূত্র বলছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না বলে দলটির পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনকে জানানো হয়।
কারণ হিসেবে জামায়াত জানায়, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের অবহেলা করা হয়েছে।
এর প্রতিবাদস্বরূপ জামায়াত আজকের বৈঠকে যোগ দেবে না। কমিশনের পক্ষ থেকে তাদের বিলম্ব হলেও যোগ দিতে অনুরোধ করা হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের আগের বৈঠকে (৩ জুন) জামায়াত দুপুরের বিরতির পরে যোগ দিয়েছিল। জামায়াতের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।
Helpline - +88 01719305766