২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ০৮:০৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ড্রাইভারকে মারধরের ঘটনায় আধাঘন্টা বন্ধ ছিল সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে গাড়ি চলাচল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত এ সড়কে বন্ধ থাকে যান চলাচল। এসময় রাস্তার দু’পাশে কয়েকশত গাড়ি আটকে পড়ে। পরে পুলিশ এসে রাস্তা থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
জানা যায়, উপজেলার শীলের ভাঙ্গা রাস্তা দিয়ে একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যটারী চালিত অটোরিকশার সাথে হাল্কা ধাক্কা লাগে। এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এসময় অটোরিকশার ড্রাইভারের সাথে শীলের ভাঙ্গা এলাকার আরো কয়েকজন যোগ দিয়ে ট্রাকের ড্রাইভার ও হেল্পারের সাথে মারামারিতে লিপ্ত হয়। এতে ট্রাকের ড্রাইভারের মাথায় ও হেল্পারের পায়ে আঘাত প্রাপ্ত হোন। এর প্রতিবাদে টুকের বাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক ফেলে অবরোধ করেন ট্রাক শ্রমিক ইউনিয়ন। পরে পুলিশের আশ্বাসে তারা রাস্তা থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদ জানান, আমাদের ২জন সদস্যকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। আমরা খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ই। পরে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাস্তায় যানচলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার এসআই নিয়াজ শরিফ জানান রাস্তা অবরোধের খবর পেয়ে আমরা সাথে সাথে সেখানে যাই। পরে তাদের সাথে কথা বলে রাস্তা থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেই। এছাড়া একজন শ্রমিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সেটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Helpline - +88 01719305766