হবিগঞ্জ বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় তারিন

প্রকাশিত:শুক্রবার, ১১ এপ্রি ২০২৫ ০৯:০৪

হবিগঞ্জ বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় তারিন

Manual3 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় বসতে হলো তারিন আক্তার নামে এক শিক্ষার্থীকে। সে হবিগঞ্জের চুনারুঘাটে রাজার বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়েছে। তারিন চুনারুঘাট উপজেলায় আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের সদ্য প্রয়াত কুতুব আলীর মেয়ে ও আমুরোড উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয়রা জানান, মানবিক বিভাগের ছাত্রী তারিনের বৃহস্পতিবার(১০ এপ্রিল) এসএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সেইভাবেই প্রস্তুতি নেয় সে।
কিন্তু বুধবার দিনগত রাতে তার পঞ্চাশোর্ধ্ব পিতা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অল্প সময়ের ব্যবধানে তারিনের পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। সকালে এসএসসি পরীক্ষা ও বাবার দাফন। এ অবস্থায় দ্বিগুণ চাপে পড়ে সে। বাবার লাশ ঘরে রেখে যেতে হয় পরীক্ষায়।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদির জানান, রাতে খবর পেয়ে শিক্ষকরা বাড়িতে গিয়ে তাকে শান্তনা দেন। তার বাবার জানাজা ছিল বেলা ১১টায়। তাই জানাজার আগেই তাকে পরীক্ষায় যেতে হয়। তারিন মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তারপরও পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে। সামনের পরীক্ষাগুলো যেন ভাল হয়, আমরা তাকে সাহস দিয়ে যাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code