১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১১ এপ্রি ২০২৫ ১২:০৪
জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের বাউধরন মুজিব মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারেননি। খবর পেয়ে জগন্নাথপুর থেকে ফায়ার সার্ভিস ছুটে গেলে এর আগে আনুমানিক দোকান গুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি ভূষিমালের দোকান, কাচামালের আড়ত, রেষ্টুরেন্ট সহ বাজারের একাংশের বেশ কয়েকটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যেখানে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাতে ঘটনাস্থলে জগন্নাথপুর থানা পুলিশ পরিদর্শন করে।
Helpline - +88 01719305766