কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আনুষ্ঠানিক যাত্রা

প্রকাশিত:শনিবার, ১১ অক্টো ২০২৫ ০৯:১০

কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আনুষ্ঠানিক যাত্রা

Manual8 Ad Code

সুরমাভিউ:-  কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিলেটের কার্যালয় উদ্বোধন ও সংগঠনের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার থানা সদরস্হ মার্কাজ মসজিদে বিপুল সংখ্যক মুসল্লীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরবর্তীতে কার্যালয়ে মতবিনিময় ও ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে।

Manual1 Ad Code

সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী মোঃ আরিজ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, ক্রীড়ানুরাগী ও সামাজিক সংগঠক মোঃ আসাদুল হক আসাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যুগোপযোগী কাজের মাধ্যমে মানুষের কল্যাণ সাধনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে। আমরা এই সংগঠনের গর্বিত সদস্য হিসেবে মানুষের পাশে থাকতে চাই, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করতে চাই, সর্বোপরি মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে ইহকালীন ও পরকালীন শান্তি নিশ্চিত করতে চাই।

Manual8 Ad Code

বক্তারা বলেন, যেকোনো বড়  উদ্যোগকে সফল ও স্বার্থক করতে সম্মিলিত চেষ্টার বিকল্প নেই।  আমরা উপজেলার সর্বস্তরের মানুষের পরামর্শ, উপদেশ, সাহায্য ও সহযোগিতা নিয়ে সংগঠনটিকে তরুণ প্রজন্মের নিকট একটি আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। মহান আল্লাহ আমাদের কবুল করুন (আমিন)।

Manual5 Ad Code

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোঃ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন ও ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ এবং সংগঠনের পক্ষে সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল আহমদ, সহ-সভাপতি আহমেদ শাহ নেওয়াজ লিটন, হাজী উসমান আলী, আনোয়ার হোসেন রবি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ উসমান খান, যুগ্ম সম্পাদক মোঃ কামাল মিয়া, ওমর ফারুক, মোঃ আজিজুল হক, সুহেল রানা, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, আলমগীর হাবিব শাহীন, অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, দফতর সম্পাদক ঈশা তালুকদার, প্রচার সম্পাদক মাইদুল হাসান নাঈম, শিক্ষাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মিশু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ