অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজনগর রিসোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ০৮:০৬

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজনগর রিসোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:-  অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ‘রাজনগর রিসোর্ট এন্ড কফি হাউস’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন।
গত ৮ জুন, ঈদের ছুটিতে রিসোর্টে বেড়াতে যাওয়া কিছু পর্যটক একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে রিসোর্ট স্টাফদের কক্ষে কয়েকজন নারীর উপস্থিতি দেখা যায়। পর্যটকরা বিষয়টি ফেসবুক লাইভে প্রচার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
লাইভের সময় রিসোর্ট স্টাফদের সঙ্গে পর্যটকদের কথা কাটাকাটি হয়। পর্যটকদের অভিযোগ—রিসোর্ট কর্মীরা স্টাফ রুমের ভেতরে নারীদের রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন।
ঘটনার পর স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। রাতেই রাজনগর থানা পুলিশ রিসোর্টটি তালাবদ্ধ করে দেয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রিসোর্টটিতে অনৈতিক কার্যকলাপ চলছিল। বহুবার প্রতিবাদ করেও সমাধান পাওয়া যায়নি। এবার ভিডিও প্রমাণ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের ক্ষোভ চরমে ওঠে।
এই ঘটনার ফলে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বি ঘ্নি ত হয়েছে বলে স্থানীয়রা জানান। প্রশাসনের দ্রুত পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
রিসোর্টের মালিক আনকার মিয়া জানান, ভবিষ্যতে রিসোর্টে এমন ঘটনা ঘটবে না। তিনি নিজের ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইনি সহায়তা চেয়েছেন বলেও জানান।
রাজনগর থানা পুলিশ জানিয়েছে, রিসোর্ট বন্ধের নির্দেশ কার্যকর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ