প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বর মধ্যে নির্বাচন দাও : বাসদ

প্রকাশিত:সোমবার, ০২ জুন ২০২৫ ১০:০৬

প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বর মধ্যে নির্বাচন দাও : বাসদ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  ডিসেম্বর মধ্যে নির্বাচন, মব সন্ত্রাস বন্ধ ও সারাদেশে প্রগতিশীল নেতাকর্মীদের উপর শিবিরের সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ নেতা উজ্জ্বল রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ সরকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার দীর্ঘ প্রায় ১৬ বছর নির্বাচন কে নির্বাষনে পাঠিয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে মানুষের আকাঙ্ক্ষা ছিল নির্বাচিত গণতান্ত্রিক সরকার। জুলাই-আগস্ট অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছিল নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রত্যাশায়। কিন্তু অন্তবর্তীকালীন সরকারের ১০মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়নি। ৫০টির বেশি রাজনৈতিক দলের ডিসেম্বর মধ্যে নির্বাচন দাবিকে অগ্রাহ্য করে বক্তব্য রাখছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান নির্বাহী। মূলতঃ অন্তর্বর্তী সরকার মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় নবগঠিত দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পিছানোর যে অকৌশল তার জন্য বিদেশে অসত্য বয়ান তিনি তুলে ধরেছেন।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারকে সকল তালবাহানা ও চক্রান্ত বন্ধ করে দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী করেন।

Manual3 Ad Code

বক্তারা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নেতাকর্মীদের ওপর হামলা ও মব সৃষ্টি করে হেনস্তা করার জন্য দায়ী শিবিরসহ মৌলবাদী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code