৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২১ এপ্রি ২০২৫ ১০:০৪
সুরমাভিউ:- ১১তম সিন্ডিকেটে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক বেতনবঞ্চিত কর্মকর্তা-কর্মচারী।
সোমবার (২১ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দুই বছরের বেশি সময় ধরে তারা বিনা ভেতন-ভাতায় কাজ করে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. এনায়েত হোসেন আশ্বাস দিয়ে তাদের দুবছর কাজ করিয়েছেন। সরকার পরিবর্তনের পর চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন এনায়েত। একই বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে যোগ দেন অধ্যাপক ডা. ইসমাইল হোসেন পাটোয়ারি। তিনি যোগদানের পর গত ১৬ মার্চ উপাচার্যের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেন ১১তম সিন্ডিকেটে গঠিত নিয়োগ কমিটির সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
এরপর ২৩ মার্চ উপাচার্য ১২তম সিন্ডিকেট ডাকেন। এ সিন্ডিকেটের পর থেকে উপাচার্য চৌহাট্টাস্থ কার্যালয়ে অফিস করেননি।
এর আগে গত শনিবার মংবাদ সম্মেলন করে উপাচার্যকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766