১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১২ এপ্রি ২০২৫ ০৯:০৪
সুরমাভিউ:- বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএএমএ)-এর সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ এপ্রিল শুক্রবার দুপুরে সিলেট জালালাবাদ থানাধীন সোনাতলাস্থ সিলভিয়া ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুল।
সহ-সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক হিজাম থেরাপিস্ট নাইমুল ইসলামের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ডা পংকজ কুমার রায়, সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক রেজাউল করিম লায়েক, সহ সাধারণ সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক হাদিছ মিয়া আকন্দ , কোষাধ্যক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক জাহাঙ্গীর আলম বাবুল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাজেরা কুদ্দুছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ শাহেদুর রহমান, হাবিবুর রহমান, নাইমা বেগম, জেসমিন আক্তার আকন্দ, আবুল কালাম আজাদ প্রমুখ।
এর আগে ৩টি পর্বে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের ১ম পর্বে “উচ্চ রক্তচাপ এবং আয়ুর্বেদিক চিকিৎসা ” শীর্ষক শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন শাখার সাধারণ সম্পাদক, আয়ুর্বেদিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রেজাউল করিম লায়েক । ২য় পর্বে “হাঁপানি রোগের আয়ুর্বেদিক চিকিৎসা” শীর্ষক শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ও আয়ুর্বেদিক চিকিৎসক, প্রভাষক কবিরাজ জাহাঙ্গীর আলম বাবুল। ৩য় পর্বে “উচ্চ রক্তচাপ ও হাপানী রোগের ইউনানী- আয়ুর্বেদিক চিকিৎসার সমন্বয় এবং ঔষধ ব্যবস্থাপনা” শীর্ষক শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন শাখার সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফয়সল আহমদ বাবুল।
Helpline - +88 01719305766