গাজীপুরে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

প্রকাশিত:বুধবার, ১৩ ডিসে ২০২৩ ০৮:১২

গাজীপুরে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম আসলাম মিয়া (৩৫)। এ দুর্ঘটনার ফলে বর্তমানে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী বলেন, ভোররাত সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, বগি লাইনচ্যুতের ঘটনায় একজন মারা গেছেন। রিলিফ ট্রেন উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ