বিভাগীয় বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর

প্রকাশিত:রবিবার, ০৫ মে ২০২৪ ০৯:০৫

বিভাগীয় বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর

সুরমাভিউ:-  সিলেট বিভাগীয় বইমেলা-২০২৪ গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত মোহাম্মদ আলী জিমনেসিয়াম জেলা স্টেডিয়াম রিকাবীবাজার ৭ দিনব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়েছে।

বই মেলায় মানুষের ঢল ছিল উপচে পড়া। রাত ৯টা অবদি বিনোদনে মনকে মাতান বইমেলায় আসা দর্শনার্থীরা। প্রতি দিনই ছিল একক ও দলিয় গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন। ৬ষ্ঠ দিনে রাত সাড়ে ৮টায় বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি পরিবেশন করে পিউ, গুলজার, নিনো, বিথী, পুজা, অর্পা, মনিষা, ঐশিকা, আদিত্য, ত্রিদিব ও রাফিজা।

প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমি সিলেট।

ভাপসা গরমে বিভিন্ন বইয়ের স্টল ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান যেন আনন্দ ও প্রশান্তি  এনে দেয় বইমেলা প্রাঙ্গন।

এ সংক্রান্ত আরও সংবাদ